বাণী

মহিবুল হাসান চৌধুরী, এম.পি.
মাননীয় শিক্ষা মন্ত্রী
শিক্ষা মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

আমি অত্যন্ত আনন্দিত যে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সেবা সহজতর করা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজের ওয়েবসাইটির আরও উন্নত সংস্করণ চালু হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তার ও যথাযথ ব্যবহার একটি জাতিকে উন্নততর করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, এই কলেজের ওয়েবসাইটটি একাডেমিক সমৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকে অত্যাবশ্যক সব তথ্য সরবরাহ করবে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ ক্যাম্পাসে রূপান্তর করার জন্য অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।


মহিবুল হাসান চৌধুরী, এম.পি.